ইয়াছিন মোল্লা (সোনারগাঁও প্রতিনিধি)
৬ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোবাইল ব্যবহার বন্ধের দাবি জানিয়েছে শহীদ সোহরাওয়ার্দী কলেজস্থ নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা,নারায়ণগন্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি, সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবে উপ গ্রন্তনা ও প্রকাশনা বিষয়ক সম্পদক,, নারায়নগন্জ জেলা ছত্রকল্যানের সাবেক সভাপতি,এ এফ জামিল ।
তিনি বলেন, আমাদের ঐতিহ্যবাহী প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগন্জ,শিল্প নগরী,হুশীয়ারী শিল্পের জন্য জন্য বিখ্যাত,প্রাচীন নগর সভ্যতায় শীতলক্ষাও মেঘনার তীরে গড়ে উঠেছে এই শিল্প।
দেশের প্রধান বানিজ্যিক নগরী, এখানে বিভিন্ন এলাক থেকে মানুষ এসে তাদের কর্মস্থানের জন্য পাড়ি জমিয়েছে।এখানকার বহুলসংখ্যক জনসংখ্যা এই বিপুল সংখ্যক জনসংখ্যা শিক্ষার জন্য ব্যাপক অগ্রসরতার মনোভাব দেখিয়েছে।আর এখানকার জীবনযাত্রা মান সারা বাংলাদেশের তথাকথিত দেশের সনামধন্য জেলার পরিনত হয়েছে। এখানকার শিল্প ব্যবসা শিক্ষার ব্যাপক উন্নতির প্রসার ঘটেছে।একানকার শিক্ষার মান আর উন্নত সমৃদ্ধি,রোল মডেল শতভাগ শিক্ষায় শিক্ষিত করার কোন বিকল্প নেই,,একানকার ছাত্রচাত্রীদের প্রায় ৯৫ শতাংশ ছেলেমেয়েদের হাতে টার্চ ফোন রয়েছে,কিন্তু বিগত দিনের করোনা কালীন সময়ে দেশের শিক্ষব্যাবস্তা ভঙ্গুর দেখা দিয়েছে,এভাবে যদি ছেলেমেয়েরা মোবাইলে উপকারিতার পরিবর্তে অপকারিতার ভাগটা বেশির দিকে ঝুলে পড়ে তাহলে,শিক্ষার মান আর পিছনের দিকে ধাবিত হতে থাকবে।তাই এই ব্যাপারে অভিবাবকবৃন্দ ও নারায়নগন্জের সকল শিক্ষিত সকল শ্রেনীর সকল পেশার মানুষ একযোগে এগিয়ে আসতে হবে।
তাই তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের মাননীয় ডিসি মহোদয়ের নিকট অনুরোধ জ্ঞপন করে বলেছেন,আপনাদের সুদৃষ্টি ও সাড়া মিললে পুরো নারায়গগন্জের ৬ ষ্ট শ্রেনী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষনা করা হোক যেটা ইতিপূর্বে মাগুরার ডিসি মহোদয় যতাযত পদক্ষেপ নিয়েছেন।