লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
র্যাব ১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বিন্নাটি এলাকা হতে ৪০০(চারশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১(এক)টি মোবাইল’সহ ০১(এক)জন মাদক ব্যবসায়ীকে আটক করে। র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বিন্নাটি এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম(২১), পিতা-মোঃ সামছুল হক, সাং-ক্ষিরিবাড়ী, ইউপি-সদ্দারহাট, থানা-গবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা’কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত আসমিকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আসামীকে থানায় হস্তান্তর করে।