স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:
খুলনার দাকোপেরর কৈলাশগন্জ ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ২২শে এপ্রিল শনিবার ধর্মপ্রান মুসলমানদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কৈলাশগন্জ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মিহির কুমার মন্ডল।
চেয়ারম্যান মিহির মন্ডল বলেন -হজরত রাসুলুল্লাহ(সা)রমজান এবং রোজার যে বিশাল গুরুত্বের কথা উল্লেখ করেছেন তা আমাদের ভালোভাবে উপলব্দি করতে হবে।হাদিসের মর্মবাণী
আমাদের জীবনের সর্বক্ষেত্রে সফল বাস্তবায়ন ঘটাতে হবে।চেয়ারম্যান মিহির মন্ডল আরো বলেন পুরো রমজান মাসের গুরুত্বপুর্ণ দুটো ইবাদত হচ্ছে দিনের বেলায় রোজা রাখা, আর রাতের বেলায় তারাবির নামাজ আদায় করা।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তপন সরকার, ফয়সাল গাজী, অশোক গাইন, মহিলা সংরক্ষিত আসেনর মহিলা সদস্য কনকলতা রায়, সহ পরিষদের সকল সদস্যবৃন্দ। এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থার খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর সাংবাদিক মিজানুর রহমান, মিজান ফরাজি সহ অনেকে উপস্থিত ছিলেন।