
পুঠিয়ায় ইউনিয়ন ওলামালীগের সভাপতি গ্রেফতার

রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধি: মো:মিজানুর রহমান রাজশাহীর পুঠিয়ায় ওলামালীগের পুঠিয়া ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম(৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে পুঠিয়ার কান্দ্রা দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক। বুধবার ভোর রাতে পুঠিয়া থানা পুলিশ কান্দ্রা গ্রামের তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়,গত বছর অক্টোবর মাসের একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে,এছাড়া মাদরাসার সুপারকে সে ঠিকমত অফিস করতে দিত না এবং এলাকায় সে দ্বিতীয় এমপি হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, মাদরাসায় ভিন্ন মতের শিক্ষকদের সাথে বেপরোয়া আচরণ করতো সে, নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।