সারাদেশে

লালমোহনে কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

মো. মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রোগ্রামের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা জেলার খামার বাড়ি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খাইরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলা জেলার প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. শামীম আহমেদ। আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্ল্যাহ , সমবায় কর্মকর্তা মোহাম্মদ হাদী, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন। কর্মশালায় বক্তরা লালমোহন উপজেলায় কৃষকদের নিয়ে কৃষি অফিস মাঠ পর্যায়ে যে সমস্ত প্রোগ্রাম বাস্তবায়ন করেন এবং কৃষি বিষয়ে নতুন নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করেন। এসময় উপকারভোগী কৃষক ও কৃষানী, অন্যান্য কৃষক, সমাজের বিভিন্ন শ্রেণির গন্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণির লোকজন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *