তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কালবৈশাখী ঝড়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দঃ শ্রীপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক চেযারম্যান আলী আহমেদ মুরাদ।
রবিবার (০১ মে) ১২ টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে উপজেলা প্রশাসনের সহযোগীতায় পৈন্ডুপ,সাহেব নগর,রামজীবনপুর,কামদেবপুর,জালালপুর,
রাজদরপুর,গ্রামসহ বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন জনতার চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ কেজি চালের সাথে শুকনো খাবার দেওয়া হয়।
এসময় উপস্তিত ছিলেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ইউএনও কে তাদের পাশে পেয়ে আবেগময় হয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির বলেন কালবৈশাখী ঝড়ে বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন।ক্ষতিগ্রস্ত এসব পরিবারের জন্য কিছু শুকনো খাবার,ও চালের ব্যবস্থা করা হয়েছে, আজ কিছু সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি বলেন সরকারের সাধ্যানুযায়ী জনগণের পাশে থাকবো আমরা।জননন্দিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলী আহমেদ মুরাদ বলেন আমার ইউনিয়নের জনগন এমনিতেই অবহেলিত, তার পাশাপাশি এবার পাহাড়ি ঢলে নদীতে পানি বৃদ্ধি পাবার সাথে সাথেই অনেকগোলো হাওর তলিয়ে যায় কৃষকেরা তার সুনালি ফসল ঘরে তুলতে পারেনি, তারমধ্যে কালবৈশাখী ঝড়ে আমার জনগনের শেষ সম্বলটুকু উড়িয়ে নিয়ে যায় আজ তারা মানবেতর জীবন জাপন করছে, প্রশাসনের সহযোগিতায আমরা কিছু শুকনা খাবারের পাশাপাশি কিছু চালের ব্যাবস্তা করেছি, আমি সরকারের প্রতি অনুরুধ করব আমার জনগন আজ গাছ তলায় রাত্রি যাপন করছে তাদের জন্য অন্তত ঘরে থাকার মত ব্যাবস্তা করবেন এই প্রত্যাশা করছি।