মোঃ রায়হান জমাদ্দার স্টাফ রিপোর্টার:
ঝালকাঠির নলছিটিতে সুবিদপুর ইউনিয়ন ১১ টি গাঁজা গাছসহ এক দম্পতিকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।
শুক্রবার (৬ মে ) নলছিটি উপজেলার ৫নং সুবিদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোদন্ডা গ্রাম থেকে হানিফ মোল্লা(৪২) ও তার স্ত্রী রিক্তা বেগম(৩৩) কে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই কে এম মফিজুর রহমান’র নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের বসতঘড়ের ছাদ থেকে ১১টি গাঁজা গাছ ও রিক্তা বেগমের শরীর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।