ইয়াসিন মোল্লা, স্টাফ রিপোর্টার:
রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাধু গ্রেগরির স্কুল এন্ড কলেজ (St. Gregory’s High School and College), ১৮৮২ সালে স্থপতি এ বিদ্যাপীঠটি আজ ১৪০ বছরের দ্বারপ্রান্তে।
এ উপলক্ষে শুক্রবার (৬ মে) শুরু হয়েছে Road to 140 এর ক্ষণগণনা। দ্যা গ্রেগরিয়ান এসোসিয়েশন (TGA) এর উদ্যোগে এবং স্কুল কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে এ দিন বিকাল ০৪ ঘটিকায় শুরু হয় ক্ষণগণনা।
Road to 140 উপলক্ষে অনুষ্ঠান শুরু হয় করোনা মহামারীতে প্রাণহারানো গ্রেগরি পরিবারের সদস্যদের স্মরণে এক মিনিটের নিরবতা পালনের মধ্যে দিয়ে।
এরপর আয়োজনের পৃষ্ঠপোষক ও অধ্যক্ষ ব্রাদার ড. লিও জেমস পেরেইরার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের ১৪০ তম বর্ষ উপলক্ষে গ্রেগরিয়ান পরিবারের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং এভাবেই পাশে থাকার আহ্বান জানান তিনি।
দ্যা গ্রেগরিয়ান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শামীম হোসেন সকল গ্রেগরিয়ানদের উদ্দেশ্যে বলেন আজকে থেকে শুরু হল Road to 140 এর যাত্রা। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হবে আমাদের চূড়ান্ত আয়োজন। তবে যথাসম্ভব ডিসেম্বরে আয়োজিত হতে পারে বলেও জানান তিনি।
Road to 140 এর আয়োজনে ব্যাচ ৭০ এর ছাত্র এবং অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নীলোৎপল সরকার (লঙ্কা) বলেন, আজকে আমাদের এই Road to 140 এর পূর্বে ক্ষণগণনার আয়োজনটি সার্থক। আশা করি এভাবেই ডিসেম্বরে অনুষ্ঠিত আমাদের চূড়ান্ত আয়োজনেও পাশে থাকবে সকল গ্রেগরিয়ান।
নানা আগ্রহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসবে প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মিলন-মেলায় পরিণত হয়। এ সময় সকলের সহায়তায় তৈরি করা হয় 140 এর একটি মানব লেগো ”Human Logo”.
Road to 140 এর আয়োজনটির পর্দা নামে গ্রেগরিয়ান পরিবারের ব্যান্ড সংগীতের মাধ্যমে। আনুষ্ঠানিকভাবে দ্যা গ্রেগরিয়ান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এই আয়োজনের সমাপ্তি টানেন।