মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে হাতের মেহেদী মোছার আগেই তানিয়া আক্তারের(১৮) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ মে) দুপুর ৩টায় বিরইল পশ্চিমপাড়া কাটারপোল গ্রামে এ ঘটনা ঘটে। তানিয়া আক্তার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
জানা যায়, শশুর-শাশুরিকে নিয়ে সকালে খাবার খেয়ে শশুর জমিতে কাজ করতে যায়। এবং শাশুড়ি ছাগল চড়াতে যায়। দুপুর সাড়ে বারোটায় বৃষ্টি হলে ছাগল নিয়ে শাশুড়ী বাড়িতে আসে। এসময় ছেলের বউকে দেখতে না পেয়ে ডাকাডাকি করে। কোথাও সারা না পেয়ে ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কা দিলে তীরের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। গৃহবধূর ঝুলন্ত লাশ দেখে চিত্কার করে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে।
নববধূ তানিয়া আক্তার এর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী । এ বিষয়ে মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার জাবেদ আলী সরকার জানান, নিহত তানিয়ার শশুর ফজলার রহমান আমাকে ফোন দিয়ে বলে তার পুত্রবধু আত্মহত্যা করেছে।
নিহত তানিয়ার শশুর ফজলার রহমান জানান, সকালবেলা আমরা খাওয়া-দাওয়া করে কাজে আমি বাহিরে গিয়েছি। দুপুরে আমার স্ত্রী জানায় আমাদের পুত্রবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের শ.জি. হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।