ডেস্ক রিপোর্ট :
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব জিহাদুল কবির বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) জনাব নুরে আলম মিনা বিপিএম(বার), পিপিএম এবং অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) জনাব মোঃ মাহবুবুর রহমান বিপিএম (বার) মহোদয় অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।
উক্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানালেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব মোঃ আব্দুল্লাহিল কাফী পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ নাসিম মিয়াসহ উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।