মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদি ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারন সদস্য পদে ৯ টি ওয়ার্ডে ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।বৃহস্পতিবার পর্যন্ত নবগঠিত বারাদি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন করার লক্ষ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মেহেরপুর জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নবগঠিত বারাদি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য মোমিনুল ইসলাম আরিফুল ইসলাম আরমান আলী, শামিম ফেরদৌস, হাবিবুল হাসান বাবু, সালে আল-আজিজ টনিক, নুরু উস সাফা প্লাবন, মাহাফুজুর রহমান ও আরজুল্লাহ রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে পুষ্প রানী সাহা, সালমা খাতুন, বিউটি খাতুন, ২ নম্বর ওয়ার্ডের সাগরিকা, আজমিয়া, নুরজাহান বেগম, বুলবুলি খাতুন এবং ৩ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার, ফারজানা খাতুন, শাহানাজ খাতুন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডের মুক্তি মিয়া, খাকসার আলী, আসাদুল, কাসেদ আলী, মুস্তাফিজুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের শফী মীর, এসএম আশরাফুজ্জামান, ইমামুল হক, মোখলেসুর রহমান, সালাম, ৩ নম্বর ওয়ার্ডের আলতাফ হোসেন, রিপন আলী, আকরাম, বদিউজ্জামান বাবু, শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম।
এছাড়াও ৪ নম্বর ওয়ার্ডে রিপন আলি, মুর্শিদকুলি মেগা, রহমান হোসেন, স্বাধীন শেখ, ৫ নম্বর ওয়ার্ডে বেলাল উদ্দিন, সাজ্জাদ হোসেন, কামরুজ্জামান, তাহাজ উদ্দিন, সাইফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আহসান, শরিফুর রহমান, জামান মোল্লা, ৭ নম্বর কামাল, রেজাউল হক, রাকিবুল হক, মিজানুর রহমান, ইয়াদ আলী, ৮ নম্বর ওয়ার্ডের সাইদুর রহমান, দেওয়ান শফিকুল, সিদ্দিক আজিজ বাবলু, জয়নাল আবেদীন, সোহাগ আলী, হাফিজুর রহমান, জাকির হোসেন, ৯ নম্বর ওয়ার্ডে আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন, আজিজুল হক ও এমদাদুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।