মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট প্রতিনিধি:
শান্তিতে, দুর্যোগে, সেবায় স্কাউটিং এই প্রতিপাদ্যে বিষয় কে গুরুত্ব দিয়ে ১৩ মে শুক্রবার সকাল ১১টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ৫দিন ব্যাপী ৭ম সিলেট জেলা স্কাউট সমাবেশ ২০২২ উদ্বোধন করা হয়েছে।
সিলেট জেলা প্রশাসক ও জেলা স্কাউটস’র সভাপতি মোঃ মজিবর রহমান স্কাউট সমাবেশ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
সভায় জেলা প্রশাসক বলেন, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা ও একটি মেধাবী জাতি গঠনে স্কাউট সদস্যরা ভবিষ্যতে বিশেষ ভূমিকা পালন করবেন। তিনি এখানে জেলা স্কাউট সমাবেশ আয়োজন করতে সহযোগিতা করায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনগণ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ৫দিন ব্যাপি সুষ্ঠুভাবে স্কাউট সমাবেশ সম্পন্ন করতে সকলের নিকট আরও সহায়তা কামনা করেন।
উদ্বােধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে এবং জেলা স্কাউট সম্পাদক মোকাব্বীর আলী ও জেলা সহকারী স্কাউট কমিশনার এডভোকেট জামাল উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় স্কাউট কমিশনার (প্রােগ্রাম) আতিকুজ্জামান রিপন, স্কাউট কমিশনার মুবিন আহমদ জায়গীরদার, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা, গোয়াইনঘাট উপজেলা নিবার্হী অফিসার তাহমিলুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন, ডৌবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, সিলেট চেম্বার অব কর্মাসের পরিচালক সরোয়ার হোসেন (ছেদু), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন (আর্মি), সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম রাসেল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউট কমিশনার মামুন আহমদ। অনুষ্ঠানের শুরুতে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ মজিবব রহমান কে ফুল দিয়ে অভিনন্দন জানান স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম রাসেল সহ স্কাউট কমিশনার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সিলেট জেলার সকল উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩টি দলের মোট ১২০০ স্কাউটস সদস্য সহ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। আগামী ১৬ই মে ২০২২ ইং পর্যন্ত এই স্কাউট সমাবেশ চলবে।
সমাবেশে মানবতা ও সেবার ব্রত নিয়ে স্কাউটস সদস্যরা জেলার বিভিন্ন উপজেলার অন্যান্য স্কাউটস সদস্যদের সাথে পরিচিত হওয়া সহ বিভিন্ন চ্যালেঞ্জ ও ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে প্রতিকূল পরিবেশ মোকাবেলার শিক্ষা রপ্ত করবে এবং হাতে কলমে তা প্রয়োগের সুযোগ পাবে এবং ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অসহায় মানুষের আর্তনাদ লাঘবে ভূমিকা রাখতে পারবে।