মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক বসুনিয়া ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে গোটা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১৬ই মে) আনুমানিক দুপুর ২টায় ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানা বসুনিয়াপাড়া নিজ বাসভবনে ৬৮ বছর বয়সে ইন্তেকাল করলেন ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী ও এক সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
আব্দুর রাজ্জাক বসুনিয়া ১৯৫৪ সালের ১লা আগস্ট নীলফামারী জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানা বসুনিয়া পাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সাবেক চেয়ারম্যান প্রয়াত আফছার উদ্দিন বসুনিয়া ও মাতা মরহুমা রাজিয়া খাতুন। তিনি আশির দশকে কেতকীবাড়ী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
১৯৮৪ সালে আব্দুর রাজ্জাক বসুনিয়া কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ১৯৮৮ ও ১৯৯২ সালে আরও দুইবার সহ টানা তিনবারের মতো কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। আব্দুর রাজ্জাক বসুনিয়া ২০০৯ ও ২০১৪ সালে টানা দুইবারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ডোমারবাসীর উন্নয়নকল্পে কাজ করেন।
তার মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব, আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দল, উপজেলা পরিষদ, কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ, অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ক্রীড়া প্রতিষ্ঠান সহ উপজেলার সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধা এবং শোক প্রকাশ করছেন।