মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় দুই জামায়াত নেতাকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান জিহাদী বই, মাসিক চাঁদা আদায়ের রশিদ, কর্মীদের তালিকা লিষ্ট সহ দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন হিজুলী গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে ফয়জেল মালিথা ও ছবেদ আলীর ছেলে ছাবেদ আলী। বৈঠকে উপস্থিত নেতা কর্মীরা পুলিশী অভিযান টের পেয়ে পালিয়ে যায়।সোমবার রাত এগারোটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
সদর উপজেলার হিজুলী গ্রামে জামায়াত নেতা জব্বারের বাড়িতে জেলা ডিবি পুলিশ ও সদর থানা যৌথ অভিযান করেন।সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান জানান, গোয়েন্দাদের গোপন তথ্যর ভিত্তিতে সদর উপজেলা হিজুলী গ্রামে জামায়াত নেতার বাড়িতে গোপন বৈঠক চলছে এমন খবরের ভিত্তিতে থানা পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে দুই জামায়াত নেতাকে আটক করে। বাড়িটিতে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান জিহাদী বই, মাসিক চাঁদা আদায়ের রশিদ, জামায়াত কর্মীদের তালিকা সহ দুটি মোটরসাইকেল আটক করে থানায় নেওয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সহ রাষ্ট্রিয় বিরোধি কার্ষক্রমের সাথে জড়িত থাকার অপরাধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ডিবি পুলিশের ওসি সাইফুল জানান,গোপন সংবাদ পেয়েছিলাম,জামাতের একাধিক নাশকতার মামলার আসামীরা একত্রিত হয়েছে- সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করার লক্ষে,আমাদের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়।তাদের ও ধরার কাজ চলছে।