মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি বাস তল্লাশী চালিয়ে ৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতরাতে স্থানীয় ট্রাফিক পুলিশ এ অভিযান চালায়।
আটকদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।
ঈদগাঁও ট্রাফিক পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন সরকার জানান, কক্সবাজার শহর থেকে যাত্রীবাহী হানিফ পরিবহনের এসি বাস যোগে বেশকিছু রোহিঙ্গা ঢাকায় যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার্জেন্ট রাজ এর নেতৃত্বে ঈদগাঁও বাসস্ট্যান্ডে বাসটি তল্লাশী চালায় ট্রাফিক পুলিশ।
এসময় ৬ জন রোহিঙ্গাকে আটক করে ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।