মিলন হোসাইন/শরিফুল ইসলাম :
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লিচু ব্যাপারীরা লিচু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। লিচু ব্যাপারী লাল্টু জোয়ার্দার বলেন আমরা প্রথমে লিচু বাগানের সন্ধান করি তারপর সন্ধান পেলে বাগান মালিকের সাথে আগে চুক্তিবদ্ধ হই আপনার বাগানের সব লিচু আমাকে দিতে হবে নিদিষ্ট একটি মূল্যের বিনিময়ে। যখন চুক্তিবদ্ধ হয়ে যায় তখন আমরা ধীরে ধীরে পরিপক্ব লিচু গাছ থেকে পেরে বাজার জাত করতে শুরু করি।
একটি বাগান থেকে আমরা সাত থেকে আট দিন লিচু সংগ্রহ করে শেষ করতে পারি। তবে এ বছর লিচুর প্রচুর ফলন হয়েছে। বাজারে এখন লিচুর চাহিদাও বেশ ভাল এবং দাম ও সাধ্যের মধ্যে রয়েছে। আমি মূলত সিজেনাল ফলের ব্যাবসা করি, এখন লিচুর সিজন চলছে তাই লিচু সংগ্রহ করছি, যখন আমের সিজন হয় তখন আম, পেয়ারার সময় পেয়ারা কদবেলের সময় কদবেল সহ সব ধরনের ফলের ব্যাবসা করেই আমার জীবিকা নির্বাহ করে থাকি।
সরজমিন ঘুরে দেখা গেছে দর্শনার বাজারে সাইজ অনুযায়ী দুইশত বিশ টাকা থেকে শুরু করে তিনশত টাকা পযন্ত দামে লিচু বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন এ বছর ৬৮ হেক্টর জমিতে অনুমানিক প্রায় ২০৪ মেট্রিক টন লিচু উৎপাদন হয়েছে যা গতবছরের তুলনায় এ বছর বেশি উৎপাদন হয়েছে। লিচু বাগান মালিকেরা বলেন এ বছর বাগানে ফলন ভালো হয়েছে আর যে দাম পেয়েছি তাতে আমরা অনেক খুশি।