মোঃ আসাদুজ্জামন আপেল পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজু্ল ইসলাম স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া অফিসের সহযোগীতায় আনুষ্ঠানিকভাবে বালক ও বালিকাদের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার প্রমুখ।
উদ্বোধনী খেলায় ট্রাইবিকারের মাধ্যমে বোদা উপজেলা পরিষদ বালিকা দল ১-০ গোলে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ বালিকা দলকে পরাজিত করে। টুর্নামেন্টে পঞ্চগড় জেলার ১২ টি দল অংশ নিবে।