মোঃ কবির হোসেন স্টাফ রিপোর্টারঃ
আরবি প্রবাদ আছে ‘মাউতুল আলিম মউতুল আলম’-একজন আলেমের মৃত্যু মানে একটি পৃথিবীর মৃত্যু । সহস্ত্র আলেমর ওস্তাদ , ছাত্র সমাজ , আত্নীয় স্বজন সবাইকে অশ্রুসিক্ত করে শোঁকের সাগরে ভাসিয়ে পরপারে সেই মহান আল্লাহ রাব্বুল আলামীনের ইশারায় চির বিদায় নিলেন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ৬নং ওয়ার্ড নিবাসী , ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক (আরবী) , বিশিষ্ট হক্বাানী আলেম , মাওঃ মোঃ ইয়াছিন (ক্যাশিয়ার হুজুর) ২০ মে শুক্রবার দিবাগত রাত ১০.৫০ মিনিটে শেষ নিঃশেষ ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহির রাজিউন) ।
মৃত্যুকালে তার বয়স হয়েছেিলো আনুমানিক ৭৮ বছর । মৃত্যুকালে তিনি ৬ ছেলে , ৩ মেয়ে , আত্নীয় স্বজন , বন্ধুবান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
তার মৃত্যুতে বোরহানউদ্দিন কামিল মাদ্রাসায় ও এলাকায় শোঁকের ছাঁয়া নেমে আসে । মাওলানা মোঃ এয়াছিন হুজুরের মৃত্যুতে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম মিয়া ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন ।
আজ শনিবার যোহর বাদ বেলা ২ ঘটিকায় তার শেষ ইচ্ছে অনুযায়ী সাবেক কর্মস্থল বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার মসজিদের গোরস্থানে তাকে সমাহিত করা হয় ।