মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা :
সাতক্ষীরা সুন্দরবনে মধু আহরোণ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল নিহত হয়েছে।
নিহত মৌয়াল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামের মৃত রাজ্জাক গাইনের ছেলে কওছার গাইন।
বন বিভাগ সুত্রে জানাযায়, কাওছার গাইন গত ৫ মে ৫ জনের পাশ নিয়ে সুন্দরবনে মধু কাটতে যায়। স্থানীয় শরীফ জানান, গত শনিবার সকালে নটাবেকী এলাকায় মধু আহরণ করতে বাঘের আক্রমণে শিকার হয়ে নিহত হয় কাওছার।
তবে তার লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। ষ্টেশন কর্মকর্তা নুরু আলম জানান, আমরা শুনেছি কাওছার নামের এক মৌয়াল ইন্ডিয়ার পারে মধু আহোরণ করতে গিয়ে বাঘের আক্রমণে শনিবারে নিহত হয়েছে। তবে তার লাশ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।