নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে পৌর ছাত্রলীগের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ মে (শনিবার) উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উক্ত সভায় উপস্থিত হয়।
প্রধান বক্তা হিসেবে নবনির্বাচিত থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান কাদের মন্ডল, সাবেক থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবু ওবায়দা মাসুম, আ. লীগ নেতা এ্যাডভোকেট হাসেম আলী, মতিন উদ্দিন, যুবলীগ নেতা রাসেল, আ.লীগ নেতা আবু সাঈদ,এছাড়াও পৌর নেতা ইসরাফিল আলম, রোহান উদ্দিন, আলী হোসেন দুর্জয় সহ বিভিন্ন স্তরের নেতা কর্মী বৃন্দ বক্তারা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান শেষ করেন।