মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) বিকেলে বালিয়াডাঙ্গী থানার আয়োজনে চাড়োল ইউনিয়নের ভোটপাড়া গ্রামে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সহকারী পুলিশ সুপার (বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল সার্কেল) তোফাজ্জল হোসেন, বালিয়াডাঙ্গীর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম, চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি, থানার অন্যান্য সদস্যরা, গ্রাম্য পুলিশসহ চাড়োল ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন।
এ সময় স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সুধিজনেরা মাদক, জুয়া সহ নানা সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সেসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।