আগামী ৩ জুন ২০২২ খ্রি. তারিখ রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকা হতে দুুপুর ১২ ঘটিকা পর্যন্ত ১ ঘন্টাব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক নিয়োগ ২০২০” এর ৩য় ধাপের লিখিত পরীক্ষা চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পরীক্ষার্থীদের নিম্নোক্ত নির্দেশনাবলী অবশ্যই পালন করতে হবে।
১. প্রবেশপথ ছাড়া কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
২. পরীক্ষা কেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্যকোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয়বস্তু, ইলেকট্রনিকস হাতঘড়ি বা যে কোন ধরনের ইলেকট্রনিকস ডিভাইস বা এই জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ১০ টার মধ্যে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।
৪. কোন পরীক্ষার্থী ২নং এ উল্লেখিত নির্দেশনার ব্যত্যয় ঘটালে কর্তৃপক্ষ তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
মোহাম্মদ আমিনুল ইসলাম খান
জেলা প্রশাসক
চুয়াডাঙ্গা।