জান্নাতুল ফেরদৌস,কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা, কুষ্টিয়ার করোনাকালীন সাংবাদিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা ও অনুদানের চেক বিতরন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হবে।
রবিবার সকাল ১০ ঘটিকার সময় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে কুষ্টিয়ার দিশা টাওয়ারে এই চেক বিতরন করা হবে সাংবাদিকদের মাঝে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল এবং সঞ্চালনায় থাকবেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ- সভাপতি আফরোজা আক্তার ডিউ, মহাসচিব দ্বীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল। আলোচনা সভা শেষে করোনাকালীন সাংবাদিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক চেক তুলে দিবেন অতিথিবৃন্দ।