এইচ এম শহীদ পেকুয়া প্রতিনিধি :
পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা সহ নানা অনিয়মে- সরকারী সিদ্ধান্ত মোতাবেক সকল প্রকার লাইসেন্স বিহীন ল্যাব, ক্লিনিক এর কার্যক্রম বন্ধের অভিযান শুরু হয়েছে পেকুয়ায়।
২৯শে মে রবিবার- পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার জনাবা পূর্বিতা চাকমার নেতৃত্বে অভিযান চালিয়ে রাজাখালী আরবশাহ বাজার থেকে ভূঁয়া ডাক্তার আমান উল্লাহর অবৈধ ল্যাব যন্ত্রপাতি জব্দ করা হয়।
অন্যদিকে লাইসেন্স না থাকায় টইটং ইউনিয়নের হাজি ল্যাব হাউজ ও টৈটং আইডিয়াল ল্যাব সীলগালা করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান।
উল্লেখ্য , সারা দেশের সব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ঔ ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘন্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর । বেঁধে দেওয়া সেই সময় রবিবার শেষ হয়েছে । এর মধ্যে ও যদি সেগুলো বন্ধ না হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর ।