নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দুর্গাপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক দিনব্যাপী রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে (মঙ্গলবার) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোঃ মোজদার হোসেন, স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা।
উক্ত অনুষ্ঠানে উপপরিচালক মোঃ মোজদার হোসেন জানান, আবহাওয়া বিষয়ে কৃষকদের সচেতন হতে নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আবার আবহাওয়া সম্পর্কিত তথ্য সংগ্রহে www.bamis.gov.bd এই ওয়েব পোর্টালে কৃষক তৎক্ষণাৎ তথ্য সংগ্রহ করতে পারবে। এছাড়াও কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষে নানা পরামর্শ প্রদান করা হয়।