লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:
র্যাব ১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন পূর্বতারাপাশা এলাকা হতে ৬৭(সাতষট্টি) টি আসনের ট্রেনের টিকিট’সহ ০১(এক) জন টিকিট কালো বাজারী আটক।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি কালো বাজারী চক্র কিশোরগঞ্জ সদর থানাধীন রেলওয়ে ষ্টেশন এর আশপাশের এলাকায় ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে অবৈধভাবে নিজেদের কাছে মজুদ করে রাখে ও পরবর্তিতে সাধারণ যাত্রীদের মাঝে বেশি দামে উক্ত টিকিট বিক্রয় করে থাকে।
উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত কালো বাজারী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে গত ৩১ মে ২০২২খ্রিঃ রাত ১০ টায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন পূর্বতারাপাশা এলাকা হতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ট্রেনের টিকেট কালো বাজারীর সাথে জড়িত সাবু মিয়া(৬৬), পিতাঃ মৃত হাসু মিয়া, সাং-পূর্ব তারাপাশা, থানা ও জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে।
তার নিকট হতে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু ঢাকাগামী ট্রেনের ৬৭(সাতষট্টি) টি আসনের অগ্রীম টিকিট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী রেলের টিকিট কালো বাজারীর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।