রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে চাল বোঝাই ট্রাক হতে ১.৫ কেজি হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২।মোঃআফজাল হোসেন শান্ত, ঢাকা
রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে চাল বোঝাই ট্রাক হতে ১.৫ কেজি হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং অদ্যবধি বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদকদ্রব্য উদ্ধার করে আপামর জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ৩০/০৫/২০২২খ্রিঃ তারিখ র্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সীমান্তবর্তী জেলা হতে একটি চাল বোঝাই ট্রাকে করে মাদকের একটি বড় চালান রাজধানী ঢাকায় হাস্তান্তরের জন্য আসছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র্যাব-২ এর আভিযানিক দলটি ৩০/০৫/২০২২ইং তারিখে রাত ২৩.০০ ঘটিকায় রাজধানীর নিউমার্কেট থানাধীন নিলক্ষেত মোড়ে চেকপোষ্ট স্থাপন করে।
আনুমানিক ২৩.১০ ঘটিকায় সন্দেহভাজন একটি চাল বোঝাই ট্রাক তল্লাশী কালে উক্ত ট্রাকে থাকা ১। মোঃ মাউল আলী (৩২), পিতা- মোঃ নাজিম উদ্দিন, রাজশাহী ২। মোঃ আব্দুল হাকিম (৪০), পিতা-মোঃ একরাম আলী, রাজশাহীদ্বয়’কে ট্রাকসহ র্যাব-২ আটক করে।
আটককৃত আসামীদের মাদক চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে হেরোইন (মাদক) আছে বলে স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে তল্লাশী করে ট্রাকের কেবিনে বসার সীটের নিচে অভিনব পন্থায় লুকায়িত ১ কেজি ৪২০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক- ১,৪২,০০,০০০/- (এক কোটি বিয়াল্লিশ লক্ষ)টাকা। মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, দুইটি মোবাইল ফোন এবং নগদ ৫,০০০/- (পাচঁ হাজার)টাকা জব্দ করা হয়।
আটককৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় যে, রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে স্বল্প মূল্যে হেরোইন ক্রয় করে যা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।