শহিদুল ইসলাম, মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের ৩-৩ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাশেম সর্দার তাহার বক্তব্যই বলেন বহু চেষ্টা ও শ্রম দেওয়ার পর ১৯৮৪ ইং সালে বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। প্রতিষ্ঠানটি স্থাপিত হওয়ায় এলাকার ছেলে মেয়েরা আজ লেখা পড়ায় এগিয়ে গেছে।
তিনি আরো জানান উৎসব মুখর পরিবেশে এই প্রথম অভিভাবক নির্বাচন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য এর আগে যতবার কমিটি গঠন হয়েছে সেটি ছিলো ঘোরায়া পরিবেশে। ২বছর মেয়াদী এই নতুন কমিটি বিজয়ী দেখতে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার শত শত জনসাধারণ উপস্থিত ছিলেন।
১লা জুন রোজ বুধবার অভিভাবকদের ভোটের মাধ্যমে নতুন এই ম্যানেজিং কমিটি গঠনে নির্বাচন পরিচালনার প্রধান ও সার্বিক দায়িত্বে ছিলেন মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আমজাদ হোসেন। এছাড়া মহেশপুর থানা পুলিশ প্রশাসন, প্রেসক্লাব মহেশপুর এর সন্মানিত সভাপতি মোঃ সরোয়ার হোসেন, সহ সভাপতি জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক আব্দুর রহিম, রবিউল ইসলাম সহ দফাদার ও চৌকিদারগন উপস্থিত ছিলেন। বিকাল ৫ ঘটিকার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আমজাদ হোসেন সকলের সামনে বিজয়ীদের নাম ঘোষণা করেন।