হেলালী খাতুন দিপা,(রাজশাহী)
তালের ডাল তো গ্রামের মানুষে চুলার রান্নার জন্য লাকড়ি হিসেবে ব্যাবহার করেই, সেইসাথে তালকুরও এসময় একটা মজাদার খাবার, আর এই তালের ডালপালা ও তালকুরই হলো, এই স্কুল শিক্ষকের জীবনের কাল, তালগাছ নয় যেন মৃত্যুর ডাক, ৩রা জুন জীবনের মায়া ত্যাগ করে চলেই গেলেন ওপারে।
শুক্রবার সকাল নয়টার দিকে নিজ গ্রামের বাসায় তাল গাছে উঠে ডাল কাটার সময়, গাছের উপরেই মারা যান অবশরপ্রাপ্ত শিক্ষক মোঃ গিয়াস উদ্দীন। এমন ঘটনা ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার, তালন্দ উত্তর পাড়ায়। তার বাড়ী তানোর উপজেলারর তালন্দ উত্তরপাড়া গ্রামে। তিনি পুঠিয়া বেলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন ।
ডাল কাটার সময় তার কোমরে দড়ী বাধা থাকলেও শেষ রক্ষা হয়নি তার, গাছের উপরেই মারা যান তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে, তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিঞার কাছে জানতে চাইলে, তিনি বলেন,ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গাছেই মারা গিয়েছেন। পরে স্থানীয়রা টের পেয়ে গিয়াস উদ্দীন এর লাশ গাছ থেকে দড়ী বেধে নামিয়ে আনেন। এ বিষয়ে শিক্ষকের পরিবারের কোনো অভিযোগ না থাকায়, ময়না তদন্ত ছাড়ায় শিক্ষকের লাশ, তার পরিবারের নিকট, হস্তান্তর করা হয়।