গাজীপুর বকেয়া বিল পরিশোধের পরও সংযোগ নিয়ে তাল বাহানা গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি বিরুদ্ধে উকিল নোটিশ
গাজীপুর প্রতিনিধিঃগাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-বোর্ড বাজার জোনাল অফিসের জেনারেল ম্যানেজার সাহিন ফরাজী রেজা বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছে বোর্ড বাজার পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক নাহিদ সরকার পিতাঃ মোঃ ইয়াছিন মিয়া সাং – উত্তর খাইলকুর ৩৩ নং ওয়ার্ড গাজিপুর সিটি কর্পোরেশন।তিনি নোটিশে উল্লেখ করেন যে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড বাজার জোনাল অফিসের তিনি নিয়মিত গ্রাহক তার নিজ নামীয় বিদ্যুৎ মিটার যাহার রেজিঃ নং ৫১৪১০২৭৯৮৯ এরিয়া কোড নং ৫০৪০১ হিসাব নং ২৩৬১৮০৫ মিটারটি কে বা কাহারা নিয়ে যায় এই মর্মে গাছা থানায় ২৬-০৫-২০২২ তারিখে একটি সাধারণ ডায়েরী করেন যাহার নাম্বার ১৩৮৩। এই বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করিলে তারা বকেয়া বিল পরিশোধের জন্য পরামর্শ দেন। তিনি ২৪-০৫-২০২২ তারিখে বকেয়া বিল পরিশোধ করিলে বিদ্যুৎ কর্তৃপক্ষের ৩ (তিন) দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দিবে বলে আশ্বাস দেন। কিন্তু বকেয়া বিল পরিশোধের পরও এখন বলছে হেকিং করে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করা কারনে দেখিয়ে সংযোগ নিয়ে তাল বাহানা করছে বলে ভুক্তভোগী জানা। এই বিষয় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড বাজার জোনাল অফিসে জেনারেল ম্যানেজারে সাথে যোগাযোগ করিলে কোন প্রতিকার না পাইয়া ৩১-০৫-২০২২ তারিখে গাজীপুর জজকোর্ট এড. মোঃ হাবিবুর রহমান এর মারফত উকিল নোটিশ পাঠানো হয়। উকিল নোটিশে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড বাজার জোনাল অফিস কে আগামী ৭ (সাত) দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করিতে বলা হয়। অন্যথায় নোটিশ গ্রহীতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে নোটিশে উল্লেখ করেন। কিন্তু উকিল নোটিশ করা কারনে পল্লী বিদ্যুৎ অফিসে লোক জন গ্রাহকে বিভিন্ন ভাবে হুমকি ধামকী দিচ্ছে। এবং বিদ্যুৎ সংযোগ নিয়ে তাল বাহানা করিতেছে.
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024