পেকুয়ায় মহানবী (সা:) কে কটুক্তির প্রতিবাদে ইসলামী ফ্রন্ট ও ছাত্র সেনার উদ্যেগে- মানববন্ধন।
এইচ এম শহীদ,পেকুয়া প্রতিনিধি
কক্সবাজার পেকুয়ায় মানবতার অগ্রদূত ইতিহাসের মহামানব মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা সিদ্দিকা(রাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন (বিজেপি) দলের শীর্ষস্থানীয় দুইজন নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক কটুক্তি ও অবমাননা মূলক মন্তব্য করার প্রতিবাদে শনিবার (১১-জুন) দুপুরে পেকুয়া উপজেলা চত্বরে, ভারতে রাসুলুল্লাহ (দঃ) এর শানে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে পেকুয়া উপজেলা ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্র সেনার যৌথ ওলামা উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, ওলামা লীগের পেকুয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ ইউনুছ কাদেরী, ছাত্র লীগের পেকুয়া উপজেলার সাধারণ সম্পাদক এম কপিল উদ্দিন বাহাদুর, যুবলীগের উপজেলার ত্রাণ বিষয়ক সম্পাদক ক্রীড়া সংগঠন আজম উদ্দিন ও ছাত্র সেনা নেতা নাঈমুল করিম – সভাপতির বক্তব্যের মাধ্যমে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির কাজ সমাপ্ত করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে হাজার হাজার মুসলিম জনতা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা কটুক্তিকারী নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল এর প্রতি তীব্র নিনদা, ঘৃনা ও প্রতিবাদ জানান এবং বাংলাদেশের সকল মুসলিম উম্মার প্রতি ভারতীয় পণ্য বয়কটের জন্য আহবান জানান সমাবেশ থেকে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা(রাঃ) কে নিয়ে কটুক্তি করায় কটুক্তিকারীদের।
প্রতি রাষ্ট্রীয়ভাবে ভারত সরকারের কাছে নিন্দা প্রস্তাব ও প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান
দীর্ঘক্ষণ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।