সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক অনলাইন প্রেসক্লাবের এক সাধারণ সভা সম্পন্ন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি সাকির আমিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি অজিত কুমার দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি ফজল উদ্দিন, জুনেদ আহমদ রুনু, নির্বাহী সদস্য কবি জানে-আলম,সদস্য মোহাম্মদ জাকারিয়া,এ আর সায়েম, রুবেল আহমদ। তথ্যানুসন্ধানের প্রতিনিধি পাপলু মিয়া।সভায় আগামী ২৪ শে ফেব্রোয়ারী ছাতক অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহনের বিশদভাবে আলোচনা করা হয়েছে। এছাড়া কমিটির মেয়াদ শেষ হয়ে আসায় আবারও পূর্নাঙ্গ কমিটি গঠন বিষয়ে সকলের মতামতের ভিত্তিতে একটি নতুন কমিটি গঠনের সীদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর এক সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ করে প্রেসক্লাবের কাজের অগ্রগতি এগিয়ে নিতে সকালের প্রতি আহবান করা হয়েছে।
সর্ম্পকিত খবর সমূহ.
December 10, 2024