এস এম সোহেল গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিটি ইউনিয়নে সম্মেলন পূর্বক নতুন কমিটি গঠনের চূড়ান্ত সিন্ধান্ত গৃহীত হয়।
শুক্রবার (২৪ জুন) সকাল ১১টা থেকে উপজেলার কলেজ রোডস্থ লোকনাথ মন্দির সংলগ্ন কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি তনয় কুমার দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র-২ রিমন কুমার তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিমল সরকার, জাতীয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রনজিৎ বকসী সূর্য্য, জেলা কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু বাবু, সহ-সভাপতি প্রভাষক দীপক কর, নয়ন দত্ত, অর্থ বিষয়ক সম্পাদক বিরতি কুমার, সদস্য সজল দেবনাথ।
আরও বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দ্র মোহন রায় স্বপন, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আশীষ দাস রণ্টু, যুগ্ন সাধারণ সম্পাদক জয় কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সুমন চাকী, দপ্তর সম্পাদক উত্তম সাহা ও সাপমারা ইউপি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিকুঞ্জ দেবনাথ। এছাড়াও প্রতিটি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গণ উপস্থিত ছিলেন।