তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৬৫০জন প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রনোদনার আওতায় ২০২২-২৩ মৌসুমে আমন ধান উৎপাদনের লক্ষ্যে বীজ ধান ৫ কেজি, এমওপি-১০কেজি, ডিএপি ১০ কেজি কৃষকদের হাতে তুলে দেয়া হয়েছে।
বীজ সার কৃষকদের হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাসান উদ দৌলা, উপজেলা আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী মর্তুজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, যুবলীগ নেতা আবুল কাশেমসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের উপকার ভোগীগন উপস্থিত ছিল