মোঃ সাইফুল ইসলাম আকাশঃ ভোলার বোরহানউদ্দিনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই সোমবার রাত সাড়ে ৮ টায় বোরহানউদ্দিন থানা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত)মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শাহীন ফকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমোহন সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বলেন,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষকে যেকোনো ধরনের নিরাপত্তা দেবে বোরহানউদ্দিনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা নেব।
সভাপতির বক্তব্যে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির বলেন ঈদকে সামনে রেখে চুরি,ডাকাতি সহ কোন ঘটনা ঘটলে পুলিশ কে জানাবেন পুলিশ আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।
এসময় তিনি বলেন,বোরহানউদ্দিনে বিভিন্ন ইউনিয়নে পুলিশ টহলে থাকবে,জাল টাকা শনাক্তকরনে বিভিন্ন গরুর হাটে পুলিশের টিম সহযোগিতা করবে ও বুথ থাকবে।
এসময় তিনি আরো জানান,পুলিশ জনগণের বন্ধু তাই আপনাদের যে কোন বিপদে আমাদের জানাবেন আমরা অবশ্যই পাশে থাকব।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শরীফুল ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার,টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার,কুতবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ,দেউলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জামান বাবুল,বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দীন খান সহ বিভিন্ন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,ব্যাংক কর্মকতা,বিভিন্ন ইউনিয়নের সদস্য বৃন্দ প্রমুখ।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024