রাম বসাক,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় অতিদরিদ্র ও দুঃস্থ পরিবার মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ৯ ঘটিকার সময় উপজেলার গাঁড়াদহ ইউনিয়ন পরিষদ চত্তরে গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সাইফুল ইসলামের সভাপতিত্বে,২৬১২ টি পরিবারের মাঝে এ ভিজিএফ এর চাউল বিতরণ কর হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ,গাঁড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম আক্তার,ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ জাহিদুল ইসলাম ঝন্টু,ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ নাসির উদ্দিন,
উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার মোঃ রফিকুল ইসলাম,ইউপি সচিব মোঃ আজাদ হোসেন,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রিপন হোসেন,ইউনিয়ন মহিলা আওয়ামিলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মোছাঃ রিনা ও বিলকিস খাতুন,ইউপি সদস্যবৃন্দ ও অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় সাইফুল ইসলাম বলেন,২৬১২ জন সুবিধা বঞ্চিত দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। আমি উপস্থিত থেকে শতভাগ সুষ্ঠুভাবে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ভিজি এফ এর চাউল বিতরণ করা হয়।