মোঃসোলায়মান হোসাইন সোহান,কশিমপুর থানা প্রতিনিধিঃগাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের ওপর প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ফ্লাইওভারের পশ্চিম পাশে টাঙ্গাইল মুখী লেনে দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ফ্লাইওভারের পশ্চিম প্রান্তে নামার আগ মুহুর্তে উল্টাপথে মোটরসাইকেলটি আসলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের সামনের অংশ ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এসময় দুজন ফ্লাইওভার থেকে নীচে পড়ে গিয়ে নিহত হন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ ঘটনায় নিহতরা হলো সিরাজগঞ্জ জেলার মরিচা গ্রামের আয়নালের ছেলে রাজু (২৫), নীলফামারী জেলার রাবেরতল গ্রামের রহিম আলীর ছেলে শাহিনুর রহমান (৩০) ও বরগুনা জেলার বেতাগী গ্রামের সেলিম মৃধার ছেলে শামীম মৃধা (৩০)। নিহতরা সবাই মোটর সাইকেলের যাত্রী ছিল। আহত রাইসা নিহত রাজুর শিশুকন্যা।
তিনি আরো জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।