রাসেদুল ইসলাম রাসেল,সোনারগাঁ,নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার শিক্ষার্থী।
নিহত সুমাইয়া মাহিমা খাতুন (২২) বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। তিনি রাজধানীর আফতাব নগর এলাকার বাসিন্দা। আহতরা হলেন- মোহাম্মদ আনান (২২), সাইদুল ইসলাম (২২), মো. রাহাত (২২), মো. হাবিব (২২)।
এই দুর্ঘটনা কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, একটি সাদা প্রাইভেটকারে করে পাঁচজন শিক্ষার্থী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক লেন হয়ে মেঘনার দিকে যাচ্ছিল। তাদের গাড়িটি সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় উল্টো দিক থেকে আসা ঢাকাগামী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের ৫ জন শিক্ষার্থী আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ঘটনাস্থলে সুমাইয়া মাহিমা খাতুনের (২২)মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । দুর্ঘটনার বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।