জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপঃইতালিতে শুরু হওয়া ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ১৩ তম আসরে দিনের তিন টি ম্যাচে প্রানের মুন্সীগন্জ বিক্রমপুর ক্রিকেট টিম জয়ী হয়েছে। এই প্রথম বারের মতো খেলায় অংশ নিয়ে পরপর তিনটি খেলায় জয়ী হয়ে ভেনিসে ইতিহাস সৃষ্টি করলো। সকাল ১০ টায় প্রথম খেলায় আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতি টিম টসে জয় লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়ে প্রানের মুন্সীগন্জ বিক্রমপুর ক্রিকেট টিম কে ব্যাটিংএ আমন্ত্রণ জানান। ১৬ ওভারের খেলায় প্রানের মুন্সীগন্জ বিক্রমপুর ক্রিকেট টিম ১৪২ রান সংগ্রহ করে । জবাবে আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতির টিম ১০১ রান সংগ্রহ করে । ৪১ রানের ব্যাবধানে পৃরানের মুন্সীগন্জ বিক্রমপুর ক্রিকেট টিম জয়ী হয়। প্রথম খেলায় ৪ উইকেট নিয়ে প্রানের মুন্সীগন্জ বিক্রমপুর ক্রিকেট টিমের রাজীব ম্যান আবদ্যা ম্যাচ হন। দিনেন দ্বিতীয় খেলায় প্রানের মুন্সীগন্জ বিক্রমপুর ক্রিকেট টিম বনাম এল সি সি ভৈরব এর মধ্যকার খেলায় মুন্সীগন্জ বিক্রমপুর ক্রিকেট টিম ব্যাট করতে নেমে ১২৪ রান করেন। জবাবে এল সিসি ভৈরব ১২০ রান করে মাত্র ৪ রানের ব্যবধানে পরাজিত হন। দিনের চতুর্থ ম্যাচে প্রানের মুন্সীগন্জ বিক্রমপুর ক্রিকেট টিম ব্যাট করতে নেমে ১১৪ রান সংগ্রহ করে । জবাবে সি বি এন মনফালকুনে ১০৯ রান করে পরাজিত হয়। গতকাল রবিবার প্রথম আর্ধের খেলা উদ্ভোধন কলে বক্তব্য রাখেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সহ দুই টিমের কর্মকর্তারা। সে সৃয় ভেনিসের জেলারিনো খেলার মাঠে বিপুল সংখ্যক বাংলাদেশী দর্শকের সমাগম ঘটে। পরপর তিনটি খেলায় জয়ী হওয়ায় বিজয়ী প্রানের মুন্সীগন্জ বিক্রমপুর ক্রিকেট টিম কে অভিনন্দন জানান অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবে র নেতৃবৃন্দ ।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024