মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজারঃকক্সবাজার জেলার ৮ উপজেলায় তৃতীয় পর্যায়ে ১৪৬৩ টি গৃহের বরাদ্দ পাওয়া গেছে। মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আজ আয়োজিত এক প্রেসবিফি এ একথা বলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জানানো হয় যে, আগামী ২১ জুলাই ৩৮৫ টি গৃহ ভূমির দলিল সহ হস্তান্তর করা হবে। এ জেলায় ১৮৮৪ টি ভূমিহীন পরিবার অবশিষ্ট থাকবে। তাদের খাসজমি এবং প্রয়োজনে জমি কিনে দিয়ে পুনর্বাসন করা হবে। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ।
উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়াসহ জেলা প্রশাসন সহকারী কমিশনাররা।
জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে, আগামী ২১ জুলাই কক্সবাজার সদরে ১১৭টি, চকরিয়া ৪০, পেকুয়া ৩১, রামু ১৩০, মহেশখালী ৫, উখিয়া ৪৩, টেকনাফে ১৪ এবং কুতুবদিয়ায় ৫ টি পরিবারের মাঝে এসব ঘর তোলে দেয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ জানান, ১৯৯৭ সালে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভূমিহীন-গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ‘আশ্রয়ণ’ নামে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি প্রকল্প গ্রহণ করে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে এসব ঘর দেয়া হচ্ছে। সরকার চায় দেশে একটি মানুষও যেন গৃহহীন না থাকে।