মোঃ খলিলুর রহমান সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় বেড়িবাঁধ খোলপেটুয়া নদীর পশ্চিম দূর্গাবাটি ধ্বসের ৬ দিন পর পুনরায় নির্মাণে সক্ষম হয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সরেজমিনে, ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা ঘুরে স্থানীয় ও পাউবো কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে,সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদী তীব্র খরস্রোতা। বর্ষা মৌসুমে এ নদী আরও ভয়ানক ওয়ে উঠে। এরই প্রেক্ষীতে গত ১৪ ই জুলাই বৃহস্পতিবার বিকালে জোয়ারের চাঁপে দূর্গাবাটির সাইক্লোন সেন্টার এলকায় বাঁধ সহ নদী ভাঙ্গন হয়।যা পরে ভয়াবহ আকার ধারণ করে ১৬০ মিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে যায় নদীতে।ফলে ৫ টি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়।দ্রুত বাঁধ মেরামতের জন্য সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত গ্রামবাসি এক হয়ে টানা ৬ দিনের মাথায় আজ সোমবার বাঁধটি রিং নির্মাণ সহ জিও ব্যাগ ফেলে নিয়োন্ত্রনে এনেছে।সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানিয়েছেন,নদীর অপারপ্রান্ত পদ্মপুকুর এলাকায় পর্যাপ্ত চর জেঁগে উঠেছে।ফলে ক্ষতিগ্রস্ত বাঁধে পানির চাঁপ দ্বিগুণ। সে কারনে বাঁধটি সহ নদী ভাঙ্গনে চিংড়িঘের সহ ঘরবাড়ি প্লাবিত হয়। ক্ষয়ক্ষতি পরিমান যাতে বৃদ্ধি না পাই সে কারনে জরুরীভিত্তিতে বাঁধটি নির্মাণে সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।সোমবার সন্ধ্যার মধ্যেই ১৬০ মিটার বাঁধ নির্মাণ সহ নদী ভাঙ্গন রোধ পুরোপুরি ভাবে সম্পন্ন হয়ে যাবে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।