এস.এম.বিপু রায়হান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের ৪২৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর ও জমি পাচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এসব ঘরের হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ২১ জুলাই সারাদেশে ২৬ হাজার ২২৯টি গৃহ হস্তাস্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সিরাজগঞ্জে ৯টি উপজেলায় ৪২৮টি ঘর হস্তান্তর করা হবে।
এর আগে, সিরাজগঞ্জে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ২৭৭টি ঘর হস্তান্তর করা হয়েছে। তৃতীয় ধাপে ৪০৯টি ঘর হস্তান্তর করা হয়, ফলে সিরাজগঞ্জে এপর্যন্ত মোট ঘর হস্তান্তর করা হয়েছে ২ হাজার ১১৫টি ঘর। প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা। বিদুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে ঘরগুলোতে। দুই শতাংশ জমিসহ একটি করে পাকা ঘর দেয়া হচ্ছে গৃহহীনদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বী , সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: হেলাল আহম্মেদ, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, প্রবীন সাংবাদিক নুরুল ইসলাম বাবু প্রমুখ।