স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপের ৮ নং কাজুয়া ইউনিয়ন পরিষদের
আয়োজনে ও জবাব দিহি মুলক স্হানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় ৬ নং ওয়ার্ডে ইউনিয়ন পূর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ঠ অর্জনে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ জুলাই বুধবার সকাল ১১ টারদিকে বাজুয়া
চড়ারধার এসডিএফ মিলনায়তনে ৬ নং ওয়ার্ডের সদস্য দীনবন্ধু মন্ডলের সভাপতিত্বে ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ঠ অর্জনে ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস রায়। এ সময় চেয়ারম্যান
মানস রায় বলেন ওয়ার্ড সভায় অংশগ্রহণের মাধ্যমে মানুষ যেমন তাদের ক্ষোভ, অভিযোগ,দাবি-দাবা জানাতে পারে তেমনি ইউনিয়ন পরিষদ কীভাবে কাজ
করছে জণগন সে বিষয়ে অবগত হতে পারে।ওয়ার্ড সভার মধ্যদিয়ে জনগণ তাদের সুবিধা-অসুবিধা ও সিমাবদ্ধতাগুলো তুলে ধরতে পারে।ওয়ার্ড সভা হলো
জনসচেতনতা সৃষ্টির একটি বাহন।এর মাধ্যমে জনগণকে উৎসায়িত করে তোলা হয় ব্যবস্হাপণায় অংশ গ্রহনের জন্য।
বাজুয়া ইউনিয়ন পরিষদ এর সচিব শেখ রিপনের পরিচারনায় উপস্হিত থেকে বক্তব্য রাখেন প্রবীর রায় বাপী স্বপন কুমার রায়, শামীম হাসান গৌরপদ মল্লিক,তুষার রপ্তান,কুমারেশ মন্ডল,জিকো রায়, সুদাশ হালদার সুরান্জন গাইন প্রমুখ।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024