বিলালুর রহমান,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সরকারি জমি সহ আশ্রয়ণ প্রকল্পে নির্মিত সরকারি বাসগৃহ পেয়ে হাসি ফুটেছে অসহায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে।
একদিকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি আশ্রয়ণ প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়িত হচ্ছে। অন্য দিকে বন্দোবস্ত কৃত খাস জমির কবুলিয়তসহ সরকারি খরচে নির্মিত সেমি পাকা বাসগৃহ পেয়ে দীর্ঘ দিনের স্বপ্ন পূরন হওয়ায় আনন্দে আত্তহারা হয়ে পড়েছে সুবিধাভোগী পরিবার গুলো।
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার আশ্রয়ণ প্রকল্প -২এর আওতায় সারাদেশের ন্যায় ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর ও দলিল প্রদান করা হয়।
গণভবন হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা বাংলাদেশে ২৬ হাজার ২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন করেন।
২১ জুলাই বৃহস্পতিবার সকাল জৈন্তাপুর উপজেলা মিলায়াতনে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন এর পরিচালনায় আশ্রয়ণ -২ এর ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে বরাদ্দ কৃত ভূমিহীন ও গৃহহীন ১৬ টি পরিবারকে জমির কাগজ পত্র ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি)রিপামনি দেবী।
উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সহ অন্যান্য সরকারী কর্মকর্তা এবং সাংবাদিক বৃন্দ ও উপকার ভোগীগন।
ভূমি হীন ও গৃহহীন প্রকল্পের আওতায় জৈন্তাপুর উপজেলায় মোট ৪১৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে ।