জেলা প্রতিনিধি,কক্সবাজারঃর্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার সদর থানাধীন লিংক রোড-উপজেলা বাসষ্টেশনগামী রাস্তার উত্তর পার্শ্বে অবস্থিত হাজী আশরাফ আলী পেট্রোল পাম্পের পূর্ব পার্শ্বে এসআর স্টোর নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদক বিক্রয় করার উদ্দেশ্যে মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের আভিযানিক দল ২০/০৭/২০২২ ইং তারিখ আনুমানিক ১৯.৫০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে মোঃ শহিদুল্লাহ (২৮),পিতা-ছৈয়দ কবির, মাতা-জাহেদা বেগম, সাং-নাছুর বর বাড়ি, পূর্ব কাথারিয়া, বলছড়ি, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমান ঠিকানা-আলেকজাহান, ০৫নং ওয়ার্ড পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ডান হাতে থাকা শপিং ব্যাগের ভিতর হতে সর্বমোট ৭,৬০০ (সাত হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায় জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে তার হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।