আমিরুল ইসলাম রাশেদ পেকুয়াঃ “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্য কে সামনে রেখে কক্সবাজারের পেকুয়ায় জাতীয় মৎস সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষ্যে, ঝাকঝমকপূর্ন সড়ক র্যালি, পোনা অবমুক্তকরণ এবং উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সফল ৩ জন মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়।
আজ রবিবার(২৪ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা সভাকক্ষে মৎস সপ্তাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার মৎস্য মেরিন ফিশারিজ অফিসার শাহাদাত হোসেন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমার এর সভাপতিত্বে, এ সময় স্বাগত বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন, আগামী ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হবে।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা কৃষি অফিসার তপন কুমার রায়, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আসাদুজ্জামান, আওয়ামী মৎস্যজীবীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্যজীবী, মাছ চাষী, মৎস্য ব্যবসায়ীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।