বিলালুর রহমান,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ
জৈন্তাপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কর্মসুচির অংশ হিসাবে ৪র্থ দিন উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্ধ করা হয়েছে। পরে এসব অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
গত ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে দরবস্ত বাজারের বিভিন্ন দোকানে কারেন্ট জাল বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে উপজেলা মৎস্য অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী। অভিযানে অন্তত ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। পরে এসব নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা,জৈন্তাপুর মডেল থানা পুলিশ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।