এস এম ফারুক আহমেদ,সখীপুর,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে ৭ ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার পৌর শহরের বিভিন্ন মার্কেটে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম এ আদালত পরিচালনা করেন।
এসময় ভোক্তা অধিকার আইনে সাজ্জাত হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার, মেয়াদউত্তীর্ণ পণ্য থাকায় এ্যানি কসমেটিকসকে ৫ হাজার, ঢাকা সাজ ঘরকে ৫ হাজার এবং কসমেটিকস মালিক আরিফুল ইসলামকে ৬ হাজার, ওজন ও পরিমাপ মানদন্ড আইনে আদর্শ বস্ত্রালয়কে ৩ হাজার, বিস্ফোরক দ্রব্য বিক্রির লাইসেন্স না থাকায় ইলেকট্রিক ব্যবসায়ী আবুল হোসেনকে ৩০ হাজার এবং মুদি দোকানদার স্বপন মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ম্যাট্রোলজি বিভাগের পরিদর্শক কামাল পলাশ, বাজার বণিক সমিতিরি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক ডা. ওয়াজেদ আলী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম বলেন, বিভিন্ন অনিয়মের অপরাধে ৭ ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।