হিরক খান, মেহেরপুরঃমেহেরপুর গাংনী উপজেলায়, বিপাকে পাট চাষীরা, পানির অভাবে পাট ক্ষেতের পাট ক্ষেতেই শুকিয়ে যাচ্ছে কেউ আবার কোন স্যালো মেশিন দিয়ে পানি দিলেও দু-তিন দিন পর পর পানি শুকিয়ে যাচ্ছে এর জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা,চাষীদের সারা বছরের পুঁজি খাটিয়ে পাট চাষ করলেও পাট কাটার মৌসুম এসে পানির অভাবে সব শেষ হয়ে যাচ্ছে, উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এসব এলাকায় অধিকাংশ জমির পাঠ এখনো কাটা হয়নি, অনেক জমির পাট মরে যাচ্ছে
আবার কিছু কিছু জমির পাট রোদে পুড়ে ঝলসে যাচ্ছে, রাস্তার পাশে খাদের পানি দিয়ে সেখানে দেওয়ার চেষ্টা করছে তবে প্রতিদিন প্রচণ্ড রোদের কারণে পানি শুকিয়ে যাচ্ছে,
কৃষকরা জানাই এদিকে পানির অভাব আরেক দিকে শ্রমিকের অভাব
জেলার বেশ কয়েকজন পাট চাষির সাথে আলাপ কালে তারা জানাই ,আসলে পাট চাষ লাভজনক তবে কৃষকরা তেমন একটা লাভবান হচ্ছে না এর কারণ হচ্ছে,
পাটের জমিতে নিড়ানি জমি থেকে পাট কাটা গাড়িতে জলাশয়ে নেওয়া পানিতে ডুবানো ছাল ছাড়ানো সহ সবকিছুই মূল্যবৃদ্ধি,
তবে প্রায় সকল পাঠ চাষীদের দাবি পাটের মূল্য আরো বৃদ্ধি করা হোক, যাতে করে পাট চাষীরা শুধু পাঠ খরি না আর্থিক দিক থেকেও যেন লাভের মুখ দেখতে পাই, অন্যথায় পাট চাষের কৃষকরা আগ্রহ হারাতে পারে বলে তিনারা অভিমত ব্যক্ত করেন।