তুমি যখন পাথর ছুঁয়েছিলে
আমি ছুয়েছিলাম ঢেউ,
তুমি যখন আকাশ দেখেছিলে
আমি দেখেছিলাম বৃষ্টিতে ভেজা অন্য কেউ।
রাতের অন্ধকার যখন তোমার দুঃখ আঁকে
ভোরের প্রস্ফুটিত সুখ চলে অচেনার বাঁকে
তুমি স্বাধীনতা চেয়েছিলে
আমি দেখেছিলাম পৃথিবী তোমার ।
তুমি মরণ চেয়েছিলে
আমি বলেছিলাম, আমি একা ।
তুমি দেখেছিলে স্নিগ্ধ হাসি
আমি দেখেছিলাম বুক ভাঙা কান্না।
তুমি যখন এতিম সময় দেখেছিলে
আমি তখন স্পর্শ অনুভব করেছিলাম।
তুমি যখন বলেছিলে শত ব্যস্ততা তোমাকে ঘিরে
আমি দেখেছিলাম তুমি আমার হতে অনেক দূরে।